ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা

0
4


আগামী ১৮ অক্টোবর ওমানে পর্দা উঠবে ইমার্জিং এশিয়া কাপের ষষ্ঠ আসর। প্রথম দিনই হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। এই আসর উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন জাতীয় দলের নিয়মিত মুখ তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ১৮ তারিখ হংকং ম্যাচের দুই দিন পর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মোকাবেলা করবে ইমন-আকবররা।

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল: পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি (অধিনায়ক), জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।  

/এমএইচআর