ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি বাজার। পুড়ে গেছে এক হাজারের বেশি দোকানপাট। খবর রয়টার্সের।
অবশ্য, কারো প্রাণহানি হয়নি- এমনটা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (৩ মে) স্থানীয় সময় বেলা ১টায় ছড়ায় আগুন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠের একটি গুদাম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাছাড়া বেশিরভাগ দোকানপাট কাঠ-বাঁশ আর ছনের হওয়ায় দ্রুত ছড়িয়েছে আগুনের লেলিহান শিখা।
স্থানীয় প্রশাসন আর বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে কয়েক ঘণ্টা পর নেভানো গেছে আগুন। তবে পরিস্থিতি স্বাভাবিকে আরও কয়েকদিন সময় লাগবে। সর্বহারা ব্যবসায়ীরা ধ্বংসস্তুপের মাঝে খুঁজছেন সম্বল। তাদের অভিযোগ, সরকারের তরফ থেকে মেলেনি ক্ষতিপূরণের কোন আশ্বাস। দুর্ঘটনার মূল কারণ জানতে চলছে তদন্ত।
এটিএম/