অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে বিচার শুরু

0
7

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতৃ শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিসুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে।

সকালে মহানগর দায়রা জজ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এ মামলায় সাক্ষ্য নেয়া হবে ৩১শে আগস্ট। এর আগে আসামীদের আদালতে হাজির করা হয়।

এরপর শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। এই মামলায় ১২ জনকে সাক্ষী করা হয়েছে। গেল ১৮ আগস্ট আদালত এই মামলার অভিযোগ পত্র গ্রহণ করেন।

২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে পাপিয়া এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

গেল ২৩ ফেব্রুয়ারি পাপিয়ার ফার্মগেটের বাসা থেকে বিদেশী পিস্তল সহ বিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাই পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় শেরে বাংলা নগর থানায়।


আরো খবরঃ আমিন বাজারের বর্জ্য থেকে উৎপাদন করাহবে বিদ্যুৎ

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari