বসন্তেই কালবৈশাখীর পূর্বাভাস

0
2


আগামী ১৫ থেকে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি বয়ে যেতে পারে। ঝড়ের প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছেন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করেন, ১৫ মার্চ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বেশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে। এরপর ১৬ মার্চ তা আঘাত হানতে পারে খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ঝড় হতে পারে ১৭ ও ১৮ মার্চ।

এটিএম/