ভারতজুড়ে প্রতিদিনই বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। এরপরও ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যগুলোতে ভোট আয়োজনের ইঙ্গিত দিয়েছে।
তবে কোভিড পরিস্থিতিতে নতুন বিধি আরোপ করেছে কমিশন। নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা ও সিকিউরিটি ডিপোজিট জমা অনলাইনেই করতে হবে। ভোট কর্মীদের জন্য পিপিই কিট, থার্মাল স্ক্রীনিং, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে।
ভোটারদের দাঁড়াতে হবে দূরত্ব বিধি মেনে। কারো শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রির উপরে থাকলে বেলা শেষে ভোট দিতে আসতে হবে। কোভিড পজিটিভ ভোটারদের ক্ষেত্রে হবে ব্যালট পেপারের ভোট।
এছাড়াও কোভিড সংক্রান্ত নিয়মকানুন মেনে প্রার্থীদের করতে হবে সব ধরনের প্রচার প্রচারণার কাজ। রোড শো থাকবে স্বাস্থ্যবিধি মেনে।
আগামী বছর মে মাসে শেষ হবে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় থাকার সময়। যদিও বিরোধীদের অভিযোগ নির্বাচন না করার পক্ষে তৃণমূল।
ভারতে ৩০শে জানুয়ারি প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে। শুক্রবার পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষের শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। মৃত্যু হয়েছে ৫৩০০০। এমন বাস্তবতায় গণতন্ত্রকে বাঁচাতে নির্বাচন কমিশনকে বড় চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরো পড়ুনঃ তুরস্কে আরেকটি গির্জাকে মসজিদে রূপান্তর করলেন এরদোয়ান
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari