অর্থ পাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম বিশ্বাস জানান, দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলার আসামী ফরিদপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল।
তাদের স্বীকারুক্তিতে আসে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমের সম্পৃক্ততা। এ সুত্র ধরেই তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে সিআইডি।
আরো পড়ুনঃ ভাড়াটিয়া সেজে ডাকাতি করতো; পুলিশের অভিযানে গ্রেফতার ৬
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari