সার্জেন্ট মোর্শেদার সহায়তায় রাস্তাতেই সন্তান জন্ম দিলেন মা

0
2


ছবি: ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

সার্জেন্ট মোর্শেদার সহায়তায় রাজধানীর রাস্তাতেই সন্তান জন্ম দিয়েছেন একজন মা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাটি জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

ফেসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকায় প্রতিদিনের মতো ট্রাফিক ডিউটি করছিলেন সার্জেন্ট মোর্শেদা। দায়িত্বরত অবস্থায় ঢাকার চাকা পরিবহন কাউন্টারের একজন স্টাফ তাকে জানান যে, পাশেই একজন নারী অসুস্থ হয়ে পড়েছে। এ কথা শোনার পর দেরি না করে দ্রুত ট্রাফিক কনস্টেবল তানিয়াকে সাথে নিয়ে ফুটওভার ব্রিজ পার হয়ে ঘটনাস্থলে চলে যান সার্জেন্ট মোর্শেদা; এবং দেখতে পান, সেই নারীর প্রসব ব্যথা শুরু হয়েছে এবং, অসহ্য যন্ত্রণায় মাটিতে শুয়ে কাতরাচ্ছেন।

আশেপাশে কোনো ভবনও ছিল না তাকে নেয়ার মতো। এ অবস্থা দেখে সার্জেন্ট মোর্শেদা ও কনস্টেবল তানিয়া দ্রুত বাস কাউন্টার থেকে কয়েকটি ছাতা নিয়ে এসে চারপাশ ঢেকে দিয়ে ওই মহিলাকে বাচ্চা প্রসবে সহযোগিতা করেন। কিছুক্ষণ পর জন্মগ্রহণ করে একটি শিশু।

কিন্তু তখনও নাড়ি কাটা সম্ভব হয়ে না ওঠায় সার্জেন্ট মোর্শেদা ৯৯৯’এ ফোন করে দ্রুত একটি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের সাহায্যে নবজাতক বাচ্চাসহ মাকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেন। গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বর্তমানে নবজাতক ও তার মা দুইজনেই ভালো ও সুস্থ আছে।

এই ফেসবুক পোস্টের মাধ্যমে টিম ট্রাফিক গুলশানের পক্ষ থেকে এ রকম মহানুভবতা ও ভালো কাজের জন্য সার্জেন্ট মোর্শেদা ও কনস্টেবল তানিয়াকে সাধুবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

/এম ই