মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে তালহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার এলাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। তার বাবার নাম উজ্জল।
ওই গ্রামের তানভীর আহমেদ তুহিন জানান, তালহা মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। দুপুরে তালহার মরদেহ পাশের কালুর পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। প্রতিবেশীরা এগিয়ে এসে তালহাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম