মসজিদে গিয়ে নাচ-গান করায় মিসরে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের ভেতরে ঢুকে গান গেয়ে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার ঘটনায় যুবককে গ্রেফতার করা হয়েছে।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যবেক্ষণ করেছে। যেখানে দেখা যাচ্ছে, মসজিদের ভিতরে গান গাওয়া ও নাচার সময় একজন ব্যক্তি তা দেখভাল করছিলেন। পরে পুলিশ অপরাধীকে শনাক্ত করে ও গ্রেফতার করে।
/এনএএস