দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ভারতীয় কোন শীর্ষ কর্মকর্তার এটি প্রথম বাংলাদেশ সফর।
বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ বিমানে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। কাল পররাষ্ট্র সচিব এম মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের জানান, দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করবেন ভারতের পররাষ্ট্র সচিব।
আরো পড়ুনঃ লেবানন হতে বিশেষ বিমানে বাংলাদেশে ফিরলো ৪১০ প্রবাসী বাংলাদেশি
Like Our Facebook Official Page: