বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তির দাবি ফ্রান্স আওয়ামীলীগের

0
8
France Awamileague

বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্ররোচনাকারী হিসেবে সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তির দাবি করেছে ফ্রান্স আওয়ামীলীগ। রোববার প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি করেন দলের নেতারা।

ফ্রান্স আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম। এই সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, মনজুরুল হাসান চৌধুরি সেলিম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন শোককে শক্তিতে পরিণত করে বংবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করবে ফ্রান্স আওয়ামীলীগ।