মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইফতারি তৈরি নিয়ে স্বামী ও শ্বশুরের নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই কুলাউড়া থানায় মামলা করেছেন। মামলার আসামি ভুক্তভোগী ওই নারীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৭ এপ্রিল) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার তৈরি করা নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়া দ্বারা নির্যাতনের শিকার হন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে হাসপাতালে ভর্তি করেন। রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এএআর/