উন্নয়ন প্রকল্পে বার বার ব্যয় বাড়াতে দেয়া হবেনা,একজন প্রকল্প পরিচালকের অধিনে ও থাকবেনা একাধিক প্রকল্প-এনইসি সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচী বিষয়ে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।
এসময় তিনি জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী হয়েছে আশি শতাংশ। গেল চার মাসের করোনার নেতিবাচক প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্পে ও । মেগা থেকে ছোট কোন বার্ষিক উন্নয়ন কর্মসূচী-এডিপিতেও সংশোধন করে তা করা হয় ২ লাখ ১ হাজার কোটি টাকা।
শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ১ লাখ ৬১ হাজার কোটি টাকার প্রকল্প ।সংশোধিত এডিপি হিসেবে যা শতকরা আশিভাগ।রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এডিপির গুনগত বাস্তবায়ন বিষয়ক সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন হয় জনগনের টাকায়,কোন ভাবেই তা অপচয় করতে দেওয়া হবে না ।
এসময় বিভিন্ন প্রকল্পে গাড়ি কেনা বাবদ বাড়তি খরচের প্রশ্নে মন্ত্রী বলেন, এসব বিষয় তদন্ত করে দেখা হবে ।