আয়তনে আগের থেকে বড় করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকা।
সোমবার (৯ আগস্ট) সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি এলাকা সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিলেট জেলা প্রশাসন। এতে আগের থেকে দ্বিগুণ হচ্ছে সিসিকের এলাকা।
প্রকাশিত এই গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত জায়গার এলাকার অধিবাসীগণকে এ বিষয়ে কোন ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের কথা বলা হয়েছে। এতে কারো আপত্তি থাকলে তা সমাধান করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ হতে।