উত্তর কোরিয়ায় ‘প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত । North Korea

0
6

উত্তর কোরিয়ায় একজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় লকডাউন করা হয়েতে সীমান্তবর্তী একটি শহর। জারি করা হয়েছে জরুরি অবস্থা ।

পলিটব্যুরোর সাথে জরুরি বৈঠক শেষে দক্ষিন কোরিয়া সীমান্ত সংলগ্ন কেইসং শহর লকডাউনের নির্দেশ দেন সর্বোচ্চ নেতা কি জম উন। বৈঠকে জানানো হয়, সন্দেহভাজন ঐ ব্যক্তি গেল সপ্তাহেই দক্ষিন কোরিয়া থেকে অনুপ্রবেশ করে উত্তর কোরিয়ায়।

৩ বছর আগে তিনি প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যান।বর্তমানে তাকে কোয়ারেন্টাইনে রেখে সব ধরনের স্বাস্হ্য পরীক্ষা চালানো হচ্ছে । আপাদত শ্বাস-প্রশ্বাসে সমস্যা এবং রক্তে কিছুটা সংক্রমনের আভাস মিলেছে তার শরীরে করোনা ভাইরাসের।

উপস্থিতি শতভাগ নিশ্চিত হলে এটাই হবে উত্তর কোরিয়ায় প্রথম কোভিড ১৯ (COVID 19) কেস। তার সংস্পর্শে থাকা বাকিদের ও করা হচ্ছে করোনা পরীক্ষা ।


আরো পড়ুন –আদালতে নিজের রাজনৈতিক পরিচয় জাহিরের চেষ্টা শারমিন জাহানের


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari