দেশে আন্তর্জাতিক মানের এভিয়েশন খাত গড়ে তোলা হচ্ছে: সালমান এফ রহমান

0
1


দেশে আন্তর্জাতিক মানের টেকসই এভিয়েশন খাত গড়ে তোলা হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় এভিয়েশন খাত উন্নয়নের মূল ধারায় অবদান রাখতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এভিয়েশন সামিটে তিনি এ কথা জানান। বলেন, এভিয়েশন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হলে এয়ারবাসের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, বাংলাদেশের এভিয়েশনকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ইউরোপের বিভিন্ন দেশের এভিয়শনের সেবার অভিজ্ঞতা কাজে লাগাতে আহ্বান জানান তিনি।

/এমএন