মিরাজ-খালেদের হাত ধরে টাইগারদের ম্যাচে ফেরার ইঙ্গিত

0
0


ব্রাথওয়েটকে সেঞ্চুরিবঞ্চিত করে খালেদের উল্লাস। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাত এবং খালেদ আহমেদের বলে কার্লোস ব্রাথওয়েটের মহার্ঘ্য উইকেট প্রাপ্তিতে অ্যান্টিগা টেস্টে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। এখন চলছে ২য় দিনের ২য় সেশনের খেলা। প্রতিবেদনটি লেখার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ২৩১ রান। উইন্ডিজের লিড তাই পৌঁছে গেছে ১২৮ রানে।

দিনের শুরু থেকেই কঠিন উইকেটে বাংলাদেশি পেসারদের বিপক্ষে ধৈর্যশীল ব্যাটিং করছে ক্যারিবীয়রা। প্রথম দিনের করা ২ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। ৩৩ রানে সাকিব আল হাসানের শিকার হন ক্রুমাহ বোনার। আর ব্যক্তিগত ৯৪ রানে ক্রেইগ ব্রেথওয়েটকে এলবিডাব্লিউর ফাদেঁ ফেলেন পেসার খালেদ আহমেদ। তারপর কাইল মেয়ার্স ও জোশুয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন মেহেদী মিরাজ। ৫৩ রান নিয়ে ক্রিজে এখন আছেন মজারমেইন ব্ল্যাকউড।

এর আগে, অ্যান্টিগায় ১ম টেস্টে ধৈর্যহীন ব্যাটিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ডাক মেরে ফেরেন মাহমুদুল হাসান জয়, নাজমুল শান্ত ও মুমিনুল হক। ওপেনার তামিম ইকবাল ২৯ রান করে আলজেরি জোশেফের শিকার হলে ৪১ রানে ঘটে চতুর্থ উইকেটের পতন। এরপর ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি করে একাই দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক সাকিব। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। সাকিবের ৫১ রানের ইনিংসেই মূলত শতরানের গণ্ডি পেরিয়ে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুন: রেকর্ড গড়া ম্যাচে ডাচদের ২৩২ রানে হারালো ইংল্যান্ড!

/এম ই