করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে থাকা বিদেশী নাগরিকরা ফিরতে পারবেন না সৌদি আরবে। মঙ্গলবার দেশটির পাসপোর্ট বিষয়ক অধিদপ্তর জাওয়াযাত এই ঘোষণা দেয়।
এক টুইট বার্তায় কর্তৃপক্ষ জানায় মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ বিদেশী নাগরিকদের।
আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পরবর্তী নির্দেশনা দেয়া হবে। সেসময় বৈধ ভিসা দেখাতে পারলেই বিদেশী নাগরিকরা পাবে সৌদি-আরবে প্রবেশাধিকার।
এছাড়া সৌদি-আরবের বাইরে থাকা নাগরিকদের ভিসার মেয়াদ নবায়ন এবং সময়সীমা বৃদ্ধির বিষয়গুলো কর্তৃপক্ষের নিজস্ব অনলাইন পোর্টালে ঘোষণার কথা জানিয়েছে জাওয়াযাত।
সম্প্রতি করোনা মহামারিতে লকডাউনের পর সৌদি আরবে স্বাভাবিক হয়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল। শীঘ্রই চালু হওয়ার কথা আন্তর্জাতিক ফ্লাইটও। সেকারণে ঘোষিত হলো নতুন এই সিদ্ধান্ত।
_______________________________________________
আরো ও পড়ুন:
- মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা’রনমুনা সংগ্রহে ধীরগতি! ________________________________________
- Our Facebook official Page: আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari
—————————————————-