সোমবার ঈদ না হলে আগের দিন সন্ধ্যায় দেয়া হবে বিশেষ ট্রেনের টিকিট

0
2


ফাইল ছবি।

সোমবার (২ মে) ঈদ না হলে আগের দিন সন্ধ্যায় দেয়া হবে বিশেষ ট্রেনের টিকিট; জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম। তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। তবে বৃহস্পতিবার বিকেল থেকে চাপ বাড়ার পাশাপাশি শিডিউল বিপর্যয়ের শঙ্কা আছে বলে উল্লেখ করেন তিনি।

যদিও বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাতটায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায়। এদিকে নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে নীলফামারীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে যাত্রা শুরু করেনি। এছাড়া চট্টগ্রামের উদ্দেশে মহানগর এক্সপ্রেসও যথাসময়ে ছাড়েনি।

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসী। প্রথম দিনের মতো ২য় দিনেও শিডিউল বিপর্যয়ে ট্রেনযাত্রা।

/এমএন