চট্টগ্রাম ব্যুরো:
ঈদ ঘনিয়ে আসায় চট্টগ্রামে ফুটপাতকেন্দ্রিক ভ্রাম্যমাণ মার্কেটে বেচাকেনা এখন সরগরম। চট্টগ্রামে নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট এবং স্টেশন রোডের দুই পাশ এখন হকারদের দখলে। আর তাদের হাঁকডাকে মুখর পুরো এলাকা।
সন্ধ্যার পর থেকে সেখানে ক্রেতাদের ঢল লেগে থাকে। তুলনামূলক কম দামে জামা-জুতাসহ সবকিছু পাওয়া যায় বলে ফুটপাতের এসব দোকানে নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় বেশি। তবে চড়া দাম, বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র দাবদাহের কারণে আগের চেয়ে বেচাকেনা কম বলছেন বিক্রেতারা।
/এমএন