জনপ্রিয় তুর্কি শেফ বুরাক তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেসি ও রোনালদিনহোর স্বাক্ষর সম্বলিত জার্সি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে নিলামের সম্পর্কে জানান।
ভিডিওতে তিনি বলেন, আপনারা সবাই জানেন ভূমিকম্পের শুরু থেকেই আমরা সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিজেদের সবটুকু দিয়ে পাশে আছি সবার। সেই তালিকায় আমরা আরও ছোট কিছু যোগ করতে যাচ্ছি। মেসি ও রোনালদিনহোর স্বাক্ষর সম্বলিত তাদের দুইটি জার্সি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আমি এখন সেই জার্সি দুইটি নিলামে ওঠাতে চাচ্ছি। বিক্রির পর যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যয় করা হবে।
ভিডিওতে তিনি সেই জার্সি সংগ্রহ ও স্বাক্ষরের সবকিছু শেয়ার করেন।
/এনএএস