নাটোরে গণপিটুনিতে আহত এক ডাকাত সদস্যের মৃত্যু

0
2


সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে গ্রামবাসীর গণপিটুনিতে আহত ডাকাত সদস্য হাসেম আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (১৭ জুন) ভোর ৫টার দিকে সদর উপজেলার করোটা গ্রামের আবু হানিফের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সী হাসেম আলী মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সদর উপজেলার করোটা গ্রামের আবু হানিফের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত সদস্যরা পালিয়ে যেতে শুরু করে। পরে গ্রামবাসী তাদের পিছু নিয়ে সদর উপজেলার গুনাড়ি গ্রামের ডাকাত সদস্য হাসেম আলী ও একই এলাকার আব্দুল হান্নানকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাত সদস্য হাসেম আলী ও আব্দুল হান্নানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাসেম আলী মারা যান। আহত আব্দুল হান্নানের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত হাসেমের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

/এনএএস