ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার, আটক ৭

0
3


রাজধানীর তুরাগে অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) খিলক্ষেত এলাকার ‘ঢাকা রিজেন্সি’ হোটেলের সামনে থেকে এ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মানি প্লান কোম্পানির দুইজন সিকিউরিটি সদস্যসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, ছিনতাই হওয়া অর্থের প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা।

এর আগে রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

এটিএম/