সত্যতা প্রকাশ করায় হবিগঞ্জে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি ও হত্যার চেষ্টা

0
5

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের সদর তরুণ সাংবাদিক আলফু আহমেদ  তার বাবা ভাই, বাতিজা হত্যা চেষ্টার প্রতিবাদে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

গতকাল বৃহস্পতিবার পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আলফু আহমেদ তার বাবাকে হত্যার উদ্যেশ্যে হামলা চালায় একদল সন্ত্রাসী। দা-রামদার আঘাতে ক্ষত-বিক্ষত ছেলে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সংবাদটি ছড়িয়ে পড়লে চারদিক থেকে আসে প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান এলাকাবাসীরা নরকীয় হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান, পুলিশ প্রশাসন।

মোঃ ফয়সল মিয়া (২৮) সিপাহি (সেনাবাহিনী) পিতাঃ মোঃ আব্দুল্লা( ডাকাত) (৪৫মোঃ জসিম মিয়া (২৬) ইয়াবা ব্যবসায়ী পিতা মোঃআব্দুল্লা (ডাকাত) (৪৫মোঃ ফারুক ডাকাত (৩২) ( পিতা: সঞ্জব ডাকাতমোঃ রেজাক ডাকাত (৪৫) (পিতা সঞ্জব ডাকাত )    মোঃ আলামিন মিয়া (২৫) (পিতা মধু মিয়া)

জসিম মিয়া তার বড় ভাই ফয়সল মিয়া সিপাহির ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় দীর্ঘদিন যাবত লুকিয়ে ইয়াবা ব্যবসা করে আসতেছিল।এই সব গোপন তথ্য জানায় এস আই আরমানকে অবহিত করায় সে আলফু মিয়াকে প্রাণে মারার হুমকি দেয়।তারপর পরিকল্পিত ভাবে সে তার অনুসারী দের নিয়ে বৃহস্পতিবার সন্ধায় আলফু সহ তার বাবাভাইয়ের উপরে অতর্কিতভাবে হামলা চালায়।অল্প কিছুর জন্য প্রাণে বেচেঁ যান হবিগঞ্জের মানবাধিকার  সাংবাদিককর্মী তার পরিবার

সাংবাদিক আলফু মিয়ার সাথে কথা বললে তিনি আমরা মৌলভীবাজারি ডটকমকে জানান, দেশ বাঁচাই সভ্য জাতি গড়ে তুলার স্লোগাননিয়ে হবিগঞ্জ মানবাধিকার সংবাদপত্র কাজ করে আসতেছি আমি ।সত্যতা প্রকাশ করায় কি আমার এই অপরাধ।সাংবাদিক পেশায় সত্যিটা প্রকাশ করায় কি এর পুরষ্কার পেলাম ।