সারাদেশে এই প্রথম ভিন্নভাবে পালিত হলো পবিত্র শবে-বরাত

0
7
শবে-বরাত

বাংলাদেশে এবার শবে-বরাতে মসজিদে, কবরে ও মাজারে নেই কোনো জমায়েত। দেশে এই প্রথমবারের মতো ভিন্নভাবে পালিত হলো মহামান্বিত এই রাত। মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে ইবাদত করছেন।

লাইলাতুল বরাত বা শফে বরাত আরবি শাবান মাসের মধ্যবর্তী রাতকে নির্দেশ করে। মহান আল্লাহর কাছ থেকে বান্দার গুনাহ মাফ, রিজিক নির্ধারণ সহ বিপদ আপদ থেকে আল্লাহর সহায় কামনায় এই রাত বেশ গুরুত্বপূর্ণ।

দেশে করোনা ভাইরাস শনাক্তে এক মাস পেরিয়ে শঙ্কা আর অনিশ্চয়তার পারদ যখন শীর্ষে তখন ধর্মপ্রাণ মুসল্লিরা পালন করছেন মহামান্বিত এই রজনী। ইসলামি চিন্তবিদরা বলছেন সংকটের এই সময়ে বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর দরবারে।

করোনার কারণে মসজিদ, কবরস্থান বা মাজারে না গিয়ে ঘরেই ইবাদত করছেন সবাই। এই মহামান্বিত রাতে সব বিপদ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।


তৈরি হয়েছে করোনা ভাইরাসের ঔষুধ; বাজারে আসতে সময় লাগবে ১ বছর


Our Official Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari