শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে ভর্তি হন মুক্তিযাদ্ধা শরিফুল আলম

0
6
{"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1585598830199","subsource":"done_button","uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1585598830170","source":"other","origin":"gallery"}

শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে ঠাকুরগাঁও হাসপাতালে আইসোলোশনে ইউনিটে মুক্তিযাদ্ধা শরিফুল আলমের মৃত্যু হয়েছে । তার মৃত্যুর সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই । ভুল করে তাকে আইসোলোশনে পাঠানো হয়েছে বলে জানান কর্তৃপক্ষ ।

হাসপাতালের তত্বাবধায়ক নাদিরুল আজিজ জানিয়েছেন , মুক্তিযাদ্ধা শরিফুল আলম সোমবার রাত ২ টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হোন । তিনি আগে থেকে শ্বাসকষ্ট ও হৃদরোগী ছিলেন ।

ভুল করে থাকে করোনা ভাইরাসের আইসোলোশন ইউনিটে পাঠানো হয় । সেখানে নেওয়ার আধা ঘন্টা পরই মারা যান তিনি ।

মুক্তিযাদ্ধা শরিফুল আলমের বাড়ি সদর উপজেলার মহেশপুরে । তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে ।