সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের মধ্যে যারা অপেশাদার আচরণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।
একই সঙ্গে করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান আইজিপি। সকালে করোনা সংক্রমনরোধে পুলিশের জন্য চাইনিজ ওভারসিস এসোসিয়েশনের দেয়া বিভিন্ন নিরাপত্তা সামগ্রী গ্রহন শেষে এসব কথা বলেন তিনি। গত কয়েকদিনের মতো আজও জনসচেতনতায় দায়িত্বপালন করে সশস্ত্রবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘর থেকে বের হওয়ায় সাধারণ মানুষের উপর মারমুখী অনেক ভিডিও ও দৃশ্য গেল দুই-তিন ধরে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম সহ মূল ধারার গণমাধ্যমে। আবার কোয়ারেন্টাইন ও ছুটিতে ঘরে অবস্থানরতদের খাবার পৌছে দেয়ার ভালো খবরও আছে। দুইটি কাজেরই মূল ভুমিকায় পুলিশ। সরকার ঘোষিত ছুটির শুরুতেই সব কর্মকর্তাদের প্রতি স্পষ্ঠ বার্তা ছিল পুলিশ প্রধানের। যেখানে ঔষুধ, নিত্যপণ্য সহ জরুরী সেবায় জড়িতদের অবাধ চলাচল নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিঞ্চু ও পেশাদার আচরণের নির্দেশনা দেয়া হয়। চতুর্থ দিনে এসেও একই নির্দেশনা আইজিপির।
এরই মধ্যে যারা ব্যত্যয় ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আইজিপি।
করোনা সংকটে গুজবের ডালপালা গজায় বিভিন্ন ভাবে। এই বিষয়েও কঠোর নজরদাড়ির কথা বললেন ড. জাবেদ পাটোয়ারি।
ছুটিতে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে জরুরী সেবা ছাড়া অন্য পরিবহন চলাচল খুব একটা নেই। সামাজিক দুরত্ব নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় মাঠে সশস্ত্র বাহিনী।