বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউলাহ মিয়া মারা গেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাত সোয়া আটটার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । সানাউলাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যা সহ নানা সমস্যার ভুগছিলেন । গত বছরের ৩ জানুয়ারি ব্রেইন স্টক হয় তার উন্নত চিকিৎসার জন্য সানাউলাহ মিয়াকে বিদেশ নেওয়া হয় । দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফিরেন তিনি ।
বৃহস্পতিবার সানাউলাহ মিয়ার প্রচুর শরীর খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় । শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্খার আরো ও অবনতি হয়।
দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন সানাউলাহ মিয়া ।