দু-মাসের বেশি সময় ধরে করোনা ভাইরাস ছড়ালেও এখন মহামারির সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে বিশ্ব। প্রতিদিনই মৃত্যু ও সংক্রমণের নতুন রেকর্ড। হিসাব অনুসারে প্রতি মিনিটে করোনা কেড়ে নিচ্ছে দু-জনের প্রাণ।
বর্তমানে বিশ্বে কোভিড ১৯ এর সর্বোচ্চ সংক্রমণের হার যুক্তরাষ্ট্রে। চীন, ইতালিকে টপকে দেশটিতে এক দিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি। প্রাণহানিও উর্ধমুখী। করোনা ভাইরাসে ৬০ থেকে ৭০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে নিউইয়র্ক সিটি। যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। শহরটিতে আক্রান্ত ৩৯ হাজার মানুষ। এর পরেই রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। সেখানে প্রাণ হারিয়েছেন দেড়শো’রও বেশি মানুষ। বাণিজ্যিক নগরী ক্যালিফোর্নিয়াতেও ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণের হার অনেক বেশি। Covid 19
ইউরোপের দেশগুলোতে অব্যাহত মৃত্যু আর সংক্রমণ। যে তালিকায় এখনো শীর্ষে ইতালি। দেশটি প্রাণহানি ৮ হাজারের বেশি। তবে একদিনের ব্যবধানে মৃত্যু হার বেড়েছে স্পেনে। বৃহস্পতিবার দেশটিতে মারা গেছেন ৭১৮ জন। Covid 19
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্য কর্মীরাও। বিশ্বে প্রতিনিয়ত প্রাণ হারানো ১০ জন ব্যক্তির মধ্যে ৭ জনই ইউরোপীয়।
বিশ্বের ১৯৯ টি দেশ ও অঞ্চলে গেল চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। নতুনভাবে প্রাণহানি ২৮০০ এর কাছাকাছি।
বাংলাদেশকে পিপিই ও করোনা শনাক্তকরণ কীট দিয়ে সহায়তা করলো চীন
Please Likes Our Official Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari