সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, বাবা আহত

0
0


সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ পৌর এলাকায় ছেলের লাঠির আঘাতে আঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা শাহ-জামাল। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। এদিন দুপুরে ছেলে আরিফকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হতাহতরা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা। আহত শাহজামালকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পরিদর্শক (অপরাশন) সুমন কুমার দাস জানান, ধানবান্ধি এলাকার আরিফ (২৮) একজন মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার বাবা ও মায়ের ওপর বাঁশের লাঠি দিয়ে উপুর্যুপরি আঘাত করে।
এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। বাবা শাহজামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

থানায় পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাকে আটক করা হয়েছে।

জেডআই/