দেশের অনেক স্থানে মধ্যরাতে আজান; লাল চা খাওয়ার গুজব

0
6
লাল চা

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গুজবে বিভিন্ন জায়গায় মধ্যরাতে আজান দেন অনেকেই। ফেসবুক মেসেন্জারে গুজব ছড়িয়েছে যে একটি শিশু জন্মের সাথে সাথেই দুটি বাক্য বলে মারা যায়। শিশুটি করোনা থেকে বাঁচতে সবাইকে লাল চা খেতে বলে। এক কান দু কান হতে হতেই তা সারা দেশে ছড়িয়ে পড়ে। রাত ১০ টায় এক যোগে আজান দিলে করোনা ছড়াবে না বলে কথা রটে। সেই গুজবে কান দিয়ে আজান দেন অনেকেই।

মৌলভীবাজার শহরের বিভিন্ন গ্রামেও এই ধরণের গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন গ্রামে মানুষ রাত ১০ টায় আজান দেয়। হিন্দু ধর্মাবলম্বীরাও আরাধনা করে। যদিও গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

মৌলভীবাজারের স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তারা শুনেছেন যে রাতে ভুমিকম্প হবে, একারণে সবাই একসাথে যাতে আজান দেয়। অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা যেন তাদের ধর্মীয় রীতি পালন করে। তবেই এই বিপদ থেকে বাঁচা যাবে। যার কারণে তারা আজান দিয়েছেন।

আরেকটা বিষয় সেখানে গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে, একটা শিশু জন্ম নেয়ার পর কয়েক মিনিটের মধ্যেই সে বলে গিয়েছে যে রঙ চা পান করলে করোনা থেকে বাঁচা যায়। যার কারণে এরকম একটা গুজবও কিন্তু জনমনে তৈরী হয়েছে।

এক্ষেত্রে প্রশাসন গুজব রটানো রোধে সর্বোচ্চ চেষ্ঠা করছে। সবাইকে এসব গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকার আহ্বানও করেছেন স্থানীয় প্রশাসন।