করোনা পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাড়ালো চীন। কোভিড ১৯ মোকাবেলায় দেশে পৌঁছালো চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম। ভাইরাস থেকে সুরক্ষার পোশাকসহ, থার্মোমিটার ও অন্যান্য সামগ্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন দেশটির রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশকে হাসপাতাল তৈরির মতো সহায়তা দিতে প্রস্তুত আছে চীন।
নিজ দেশের করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এনে অন্য দেশের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে চীন। দশ হাজার করোনা শনাক্তকরণ কীট, তাপমাত্রা নির্ণয়ের জন্য এক হাজার থার্মোমিটার সহ আরো চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে চীন। এসময় স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জরুরি পরিস্থিতিতে হাসপাতাল নির্মাণ সহায়তা চাইলেও চীন এগিয়ে আসবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। তবে আপাতত কোনো চিকিৎসক, বিষেশজ্ঞ দল বা নার্সিং প্রতিনিধিরা আসবে না।
এখন পর্যন্ত করোনা পরিস্থিতিতে সরকারের নেয়া ব্যবস্থায় সন্তোষ জানিয়েছে চীন।