কাতারে নতুন করে করোনা ভাইরাসে আরো ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২০ জনে দাড়ালো। সংক্রমণ এড়াতে রাজধানীর দোহার বেশ কিছু মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হওয়ার ঝুকিতে দশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি।
কাতারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার রাতে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশিদের মার্কেট নামে পরিচিত দোহা নাজমা শোকাল হারিজ মার্কেট। মার্কেটটিতে রয়েছে বাংলাদেশিদের ৩৭০ টি দোকান। এতে বেকার হওয়ার শঙ্কায় কয়েক হাজার প্রবাসী।
দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তিত প্রবাসীরা। কাতারে গেল ২৯ শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এদিকে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরণের যোগাযোগ ব্যবস্থা। করোনা ভাইরাসের কারণে জঠিল হয়ে পরেছে ইউরোপের অবস্থা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বাংলাদেশে ফেরত প্রবাসীদের রাখা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। এয়ারপোর্টে সর্বোচ্চ সতর্কতার সাথে যাত্রীদের স্বাস্থ্য চেক করা হচ্ছে।