কষ্টার্জিত জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

0
2


ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। শেষদিকে জর্দি আলবার একমাত্র গোলে সফরকারীদের পরাস্ত করে কাতালানরা। এ জয়ে শিরোপার আরও কাছে চলে গেলো বার্সা। খবর ইএসপিএনের।

মঙ্গলবার (২ মে) রাতে ন্যু ক্যাম্পে ওসাসুনাকে আতিথ্য দেয় বার্সেলোনা। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে স্বাগতিকরা। যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ফিনিশিংয়ের অভাব ও ওসাসুনা গোলরক্ষকের দৃঢ়তায় আটকে যাচ্ছিল বার্সার একের পর এক আক্রমণ। পেদ্রিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন হোর্সে এররান্দো। রাফিনহার ফ্রি কিক কাঁপন ধরালেও ভাঙ্গতে পারেনি ডেডলক।

খেলার ৮৫ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অ্যাসিস্ট থেকে জয়সূচক একমাত্র গোল করেন জর্দি আলবা। এতে ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ জয়ে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা।

এএআর/