তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আর্থিক ও সামাজিকভাবে আফগানিস্তানের নাজুক অবস্থা উঠে আসছে সামনে। এবার প্রকাশ্যে এলো দেশটির ধসে পড়া স্বাস্থ্য খাতের এক করুণ চিত্র। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে নিরাময় সম্ভব এমন রোগে ভুগে প্রতিদিন গড়ে ১৬৭ শিশুর মৃত্যু হচ্ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে জানানো হয়েছে, আফগানিস্তানে মারাত্মক আকারে ছড়িয়েছে নিউমোনিয়াসহ বেশ কয়েকটি রোগ। হাসপাতালগুলোতে তিল ধারণেরও জায়গা নেই। প্রতিটি বেডে একাধিক শিশুর চিকিৎসা চলছে। মেঝেতেও ঠাঁই হয়েছে অনেকের।
রোগির চাপ বাড়লেও বেশিরভাগ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। ভেন্টিলেটর নেই বেশিরভাগ স্থানে। শিশুদের উপযোগী অক্সিজেন মাস্ক এবং ওষুধেরও তীব্র সংকট। নেই নিবিড় পর্যবেক্ষণের সুযোগও। এমনকি প্রশিক্ষিত নার্সসহ প্রয়োজনীয় লোকবলও নেই দেশটিতে।
চিকিৎসক সংকটে এখন আফগানিস্তানে ৬০ থেকে ৭০টি শিশুর দেখভালে থাকে গড়ে মাত্র দু’জন নার্স। এনজিওতে নারী কর্মীদের কাজে নিষেধাজ্ঞা দেয়ায় আরও বেড়েছে সংকট। তবে এসব সমস্যা সমাধানের কোনো দৃশ্যমান উদ্যোগই নেই তালেবান সরকারের।
এসজেড/