সুখবর দিলেন উলাইল বোল্ট কারণ , বাবা হচ্ছেন তিনি । তার গার্লফ্রেন্ড কাশি বেনেটের গর্ভে আসছে ফুটফুটে এক কন্যা সন্তান । ১০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী বোল্ট সোমবার এক পার্টিতে এমন ঘোষনা দিয়েছেন । পার্টিটি হয়েছে জ্যামাইকার কিংস্টনে পিটার রকে ।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে ৩৩ বছর বয়সি বোল্ট সুখবরটি জানিয়েছেন । বেনেটের সঙ্গে ৬ বছরের সম্পর্ক বোল্টের । কিন্তু এই সম্পর্কের কথা অনেক দিনই গোপন ছিল ।