রূপনগর বস্তিতে আগুন; নিঃস্ব হলো ৮/১০ হাজার মানুষ

0
5
আগুন

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে সকাল পৌনে দশটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু তারপরেও নেভানো যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়ছে আশেপাশের ঘরগুলোতেও।

ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্ঠা করছে কিন্তু জায়গাটি জরাজীর্ণ ও অতিরিক্ত ঘরবাড়ি হওয়ার কারণে আগুন নেভানোর স্থানে পৌছাতে বেশ বেগ পেতে হচ্ছে।

মিরপুরের স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন।

এই আগুন কেড়ে নিয়ে পুরো বস্তিবাসীর শেষ সম্বলটুকু। তাদের সবকিছু কেড়ে নিয়েছে এই আগুন। অবশেষ্ট নেই আর কিছু। যেই গরগুলো বাকি ছিল সেইগুলোতেও দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে আগুন। পুরো বস্তিটাকেই ধ্বংস করে ফেলে এই আগুন।

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। ফায়ার সার্ভিস এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু বলতে পারছে না।

আগুনের ভয়াবহতা এতো বেশি যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিভিন্ন গরে গ্যাস সিলিন্ডার থাকার কারণে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটছে। ইতিমধ্যে ওই বস্তিতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। যাতে গ্যাসের সংস্পর্শে আগুন আরো না ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আশেপাশের বিল্ডিংগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।