ঢাকার কাঁচাবাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা

0
3


রাজধানীর সবজির বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। তদারকির কোনো প্রভাব নেই বাজারে। বরং দাম বাড়ানোর প্রতিযোগিতা চলছে। তাতে যুক্ত হয়েছে বন্যা-বৃষ্টির অজুহাত।

আজ শুক্রবার (১১ অক্টোবর) ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে চারশ টাকা, তাল বেগুনের দর হাকা হচ্ছে ২০০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা।

দাম বাড়ানোর প্রতিযোগিতাই পিছিয়ে কেবল পেঁপে। পঞ্চাশ ছুয়েছে মাত্র! বাকি সব ধরনের সবজিই দামের সেঞ্চুরি হাঁকিয়েছে। পটল, করলা, ঢেড়স, সবই একশ থেকে১২০ টাকার মধ্যে। সবজির বাজারে এমন নৈরাজ্যে চরম অসহায় ক্রেতারা।

বাজার তদারকি কিংবা ভারত থেকে আমদানি ডিমের বাজার নিয়ন্ত্রণে এমন কোনো উদ্যোগই কাজে আসেনি। প্রতি পিসের জন্য দোকানভেদে গুণতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা।

মৌসুম শেষের প্রভাব পড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা, আলুর বাাজরে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আর এক কেজি আদার জন্যও বাড়তি দিতে হচ্ছে ৫০ টাকা।

চড়া দামে অপরিবর্তিত আছে মুরগির বাজার। এক কেজি ব্রয়লার মুরগির দাম ২১০ টাকা। আর লেয়ারের জন্য গুণতে হচ্ছে ৩৪০ টাকা।

/এমএন