শাহরিয়ার খাঁন সাকিব: সময়ের সাথে সত্যের সন্ধানে এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে ৮ম বর্ষে পদার্পণ করেছে ইউকে থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ টোয়ান্টিফোর ডট কম।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার শহরের অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
পোর্টালের চেয়ারম্যান রাকিব হোসেন রুহেল এর সভাপতিত্বে ও বিভাগীয় প্রধান ফারহানা বেগম হেনা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জিবি নিউজ টোয়ান্টিফোর ডট কমের প্রধান উপদেষ্টা খালেদ চৌধুরী, অফিস এডমিন শাহাদাৎ হোসাইন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।