ধাক্কা সামলাতে প্রয়োজন ১ হাজার কোটি ডলার, সাহায্যের আর্জি এরদোগানের

0
0


রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো তুরস্কের একাধিক শহর। ভূমিকম্পের এ ক্ষতি কাটিয়ে উঠতে দেশটির ১ হাজার কোটি ডলারের বেশি অর্থ প্রয়োজন। এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর দ্য নিউ আরবের।

এক বিবৃতিতে এরদোগান বলেন, কোনো রাষ্ট্রের পক্ষেই একা এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। সহায়তার জন্য পশ্চিম এবং ইউরোপের নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, এরইমধ্যে তুরস্ককে ১১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভূমিকম্পের পর প্রথম কয়েকদিন কার্যকর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল। তবে সময়ের সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। জোরদার করা হয় উদ্ধার এবং সহায়তা ব্যবস্থাপনা। এ সময় তুরস্কের জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন এরদোগান।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া। এরপরও ছোট-বড় কয়েক হাজার আফটার শক অনুভূত হয়। ধসে পড়ে কয়েক হাজার ঘরবাড়ি। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ হাজার।

এসজেড/