করোনার কারণে ঢাকা সফর স্থগিত নরেন্দ্র মোদির

0
3
করোনা

করোনার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ১৭ই মার্চ ঢাকায় আসার কথা ছিল নরেন্দ্র মোদির।

জন স্বাস্থ্য বিবেচনায় জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচি পরিবর্তিত ও কাটছাঁট হওয়ায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমেশ কুমার জানান বাংলাদেশ সরকার পরবর্তীতে অনুষ্ঠান মালার সূচি জানাবে নয়া দিল্লিকে।

করোনার ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার কথা জানান রবেশ কুমার।