যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত সব যাত্রী

0
3


ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই মারা গেছেন। বিমানটিতে রোগীসহ ৫ জন ছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট’র।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনাটি ঘটে। এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি কেয়ার ফ্লাইট জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডারের বাইরে চলে যায়।

সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত সোয়া ১১টার দিকে বিমানটিকে শনাক্ত করে এবং তারা নিশ্চিত করে যে সেখানে কেউ বেঁচে নেই।

কেয়ার ফ্লাইট অনুসারে, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক এবং একজন পাইলট বিমানে ছিলেন ।

/এনএএস