যুক্তরাষ্ট্রের কলোরাডোয় প্রায় ১ হাজার ফুট গভীর এক স্বর্ণখনিতে আটকা পড়েন কয়েকজন পর্যটক। এ ঘটনায় প্রাণ গেছে ১ জনের। দীর্ঘ সময় প্রচেষ্টার পর উদ্ধার করা হয় আটকে পড়া বাকি ২৩ জনকে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঘটে এ দুর্ঘটনা। খবর সিএনএনের।
কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক গোলযোগের কারণে মাটির নিচে বন্ধ হয়ে যায় লিফট। এসময় গুরুতর আহত হন আরও ৪জন। যাদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তবে লিফটে কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সাথে সাথেই জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিত্যক্ত এই স্বর্ণখনিটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
/এএম