গৃহবধূর উপর নির্মম নির্যাতন; মৃত্যুর আগে জানিয়ে গেলো ঘাতকদের নাম

0
10
নির্যাতন

১২ দিন মৃত্যুর সাথে লড়াই শেষ পর্যন্ত হার মানলেন গৃহবধূ ফারহানা বেগম রত্না। চুরমার একটি পরিবারের স্বপ্ন। স্বজনদের অভিযোগ সাতক্ষৈরার তালা বাড়িতে ঢুকে রত্নার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাবেক স্বামী সহ পাষন্ডরা। বাবার বাড়ি খুলনার পাইকগাছায় দাফন করা হয়েছে তাকে। এ ঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

বড় মেয়েকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। মায়ের সন্তান হারার কান্না দেখে শোকে স্তব্ধ স্বজনরা। স্বজনরা জানান প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর কুষ্ঠিয়ার হাসিবুর রহমানকে সম্প্রতি বিয়ে করেন রত্না। স্বামীর কর্মসংস্থানের সূত্রে সাতক্ষীরার তালার একটি বাড়িতে থাকতো সে। স্বজনদের অভিযোগ গেল ২১শে ফেব্রুয়ারি হাসিবুরের অনুপস্থিতিতে রত্নার ঘরে ঢুকে সাবেক স্বামী মিজান শেখ সহ কয়েকজন। পেট্রোল ঢেলে রত্নার শরীরে আগুন ধরিয়ে দেয় তারা। জানা যায় যৌতুকের টাকা নিয়ে বিবাধ চলছিল তাদের মধ্যে।

আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল এ ভর্তি করা হয় রত্নাকে। অবস্থার অবনতি ঘটলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধৈন অবস্থায় নিভে যায় যন্ত্রণায় কাতর রত্নার জীবন প্রদীপ। তবে মৃত্যুর আগে চিকিৎসকদের জানিয়ে যায় নির্যাতন করা ঘাতকদের নাম।

প্রথম ঘরে রত্নার আট বছরের এক ছেলে রয়েছে। তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। রত্নার হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টানমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। নির্যাতন

এ ঘটনায় রত্নার সাবেক স্বামী সহ চারজনের নাম উল্লেখ করে তালা থানায় মামলা হয়েছে। তবে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি পুলিশ।


আরো পোস্টঃ গাড়িতে মাদকদ্রব্য রেখে ড্রাইভারকে মারধর করে চাঁদা দাবি পুলিশের


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari