রোজা উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

0
4


টিসিবির পণ্য সংগ্রহ করছেন কার্ডধারীরা। ফাইল ছবি।

রমজান মাসকে কেন্দ্র করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রম উদ্ধোধন করেন।

এ সময় টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র সীমার নিচে এক কোটি পরিবারকে পণ্য দিচ্ছে টিসিবি। এর মাধ্যমে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে।

এ দফায় একজন ক্রেতা ৬০ টাকা দরে ১ কেজি চিনি, ৭০ টাকা ধরে ২ কেজি মসুর ডাল এবং ১১০ টাকা ধরে ২ লিটার সয়াবিন তেল সংগ্রহ করতে পারবেন। রমজান উপলক্ষ্যে ছোলা এককেজি ৫০ টাকা আর খেজুর ১০০ টাকা দরে সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

পরিবেশকরা দোকান বা নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করছেন। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডিলাররা নির্ধারিত তারিখে পণ্য বিক্রি করছেন। এতে ভোগান্তি কমেছে কার্ডধারীদের।

বাণিজ্যমন্ত্রী আরও বললেন, সারাবিশ্বে যেভাবে পণ্যের দাম বেড়েছে, দেশেও তার প্রভাব পড়েছে। আগামী মাসের মাঝামাঝি আবারও পণ্য বিক্রি করবে টিসিবি।

/এমএন