লক্ষ্মীপুরে দুবৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ ৩

0
1


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন মা-মেয়েসহ একই পরিবারের তিনজন। সোমবার রাতে রায়পুর উপজেলার কেরওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সুমাইয়া আক্তার, সুমি আক্তার ও তাদের মা আনোয়ারা বেগম।

স্থানীয়রা জানায়, রাতে দুই বোন ও মা একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোররাতের দিকে জানালার কাঁচ ভেঙ্গে দুর্বত্তরা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া।