বিদ্যুৎ এর দাম বাড়লো আবার

0
9
বিদ্যুৎ এর দাম

তিন বছর পর পাইকারি ও গ্রাহকপর্যায় সহ সব খাতে আবারো বাড়লো বিদ্যুতের দাম। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগ্যুলেটরী কমিশন।

এতে দেখা যায় খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে পাঁচ দশমিক তিন শতাংশ। কমিশনের দাবি দেশের আর্থ সামাজিক প্রক্ষাপট বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে। যা মার্চ থেকে কার্যকর হবে।

গেল বছরের মাঝামাঝিতে প্রায় সব শ্রেণীর গ্রাহকের গ্যাসের দাম বাড়ানোর পর এবার বছরের শুরুতেই দাম বাড়লো বিদ্যুতের।

বৃহস্পতিবার বিকালে কারওয়ান বাজারে বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগ্যুলেটরী কমিশন বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে।

এ সময় জানানো হয়, সঞ্চালন সহ পাইকারি ও খুচরা গ্রাহকদের ও বিদ্যুতের খরচ বেড়ে যাচ্ছে। কমিশন ঘোষিত নতুন মূল্যহার অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি কিলো ওয়াট ঘন্টায় ৪ টাকা ৭৭ পয়সার পরিবর্তে আট দশমিক চার শতাংশ বাড়িয়ে তা করা হয়েছে ৫ টাকা ১৭ পয়সা।

বিদ্যুৎ সঞ্চালন ব্যয় ও বেড়েছে আগের তুলনায় পাঁচ দশমিক তিন শতাংশ। আর খুচরা গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ৬ টাকা ৭৭ পয়সার স্থলে পাঁচ দশমিক তিন শতাংশ বাড়ানোর ফলে তা দাড়িয়েছে ৭ টাকা ১৩ পয়সায়।

মার্চ থেকে নতুন মূল্যহার কার্যকর হবে জানিয়ে এনার্জি রেগ্যুলেটরী কমিশন দাবি করছে আমদানি করা কয়লায় কর আরোপ সহ ক্যাপাসিটি চার্জ বাড়ার কারণে দাম বাড়লো বিদ্যুতের।

কুইক রেন্টাল চুক্তিতে ভাড়ায় চালিত বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র অকেজো থাকার পরও তাদের নির্দিষ্ট হারে ক্যাপাসিটি পেমেন্ট করতে গিয়ে অযথা দাম বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিইআরসি বলছে নতুন করে আর কোনো কেন্দ্রের চুক্তি নবায়ন হতে দেয়া হবে না।

দেশে ২০১৭ সালের ডিহেম্বরে সবশেষ পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।


ওমরাহ ভিসা বন্ধ করায় বিপাকে ১০ হাজার বাংলাদেশি যাত্রী


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari