নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান মির্জা ফখরুলের

0
2


এখন সরকার পতনের এক দফা এক দাবি বিএনপির; এ ঘোষণা দিয়ে নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, বৃহষ্পতিবার থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিএনপির অঙ্গসংগঠনগুলো।

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুলি-খুন করে চলছে সরকার। এমন অবস্থায় রাস্তাঘাট দখল করে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

হারিকেন ধরার কিংবা পেছনের রাস্তা দিয়ে পালাবার সময়ও পাবেনা ক্ষমতাসীনরা এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারকে আর সময় দেয়া চলবে না। রাস্তাঘাট দখল করে ক্ষমতাসীনদের পতন করা বিএনপির এক দফা এক দাবি।

সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের মূল্যস্ফীতি ও রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে সরকার। ভোলায় গুলিতে নিহত আবদুর রহিমের মৃত্যু সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সূচনা বলেও হুঁশিয়ারি করেন দলটির শীর্ষ নেতারা।

/এমএন