রোমান্টিক গানটি যাকে উৎসর্গ করবেন রাজীব

0
5


নতুন একটি মৌলিক গান করেছেন ক্লোজআপ তারকা মিজান মাহমুদ রাজীব। রোমান্টিক গানটি রেকর্ডিংয়ের পর তার কাছে জানতে চাওয়া হয়, গানটি তিনি কাকে উৎসর্গ করতে চান? জবাবে শিল্পী যা বলেছেন, তা ভীষণ অনুপ্রেরণা জোগাবে তার অনুরাগীদের।

‘তোমার হাতে’ শিরোনামে একটি আধুনিক গান গেয়েছেন রাজীব। সম্প্রতি বাংলাদেশ বেতারের স্টুডিওতে ধারন করা হয়েছে গানটি। গীতিকার, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান মিথুনের লেখা এ গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার। গানটি নিয়ে রাজীব বলেন, ‘মিজানুর রহমান মিথুনের লেখা গান প্রথমবারের মতো গাইলাম। গানটির কথা আমার ভীষণ ভালো লেগেছে, সেইসঙ্গে অশোক দার সুর। সব মিলিয়ে রোমান্টিক ঘরানার এ গানটি রেকর্ডিংয়ের পর বেশ ভালোলাগা কাজ করছে। আমি মিথুন ভাইয়ের লেখা আরও গান গাইতে চাই।’ গানটি উৎসর্গ করার প্রশ্নে রাজীব বলেন, ‘গানটি আমার প্রিয়তমা স্ত্রীকে উৎসর্গ করতে চাই।’


রাজীব

আরও পড়ুন:

বাংলাদেশ বেতারের সংগীত বিভাগের উপ-আঞ্চলিক পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানালেন, মিজানুর রহমান মিথুনের লেখা গান আগেও বেতারে প্রচার হয়েছে। এবারের গানটিও সুন্দর। সেই সঙ্গে অশোক কুমার সরকার বেশ মধুর সুর করেছেন। এই সময়ের জনপ্রিয় শিল্পী রাজীব গানটি গেয়েছেনও দারুণ। বেতারের স্টুডিওতে নতুন সংযোজিত অত্যাধুনিক প্রযুক্তিতে গানটি আমরা ধারণ করেছি। শিগগিরই প্রচার হবে গানটি। আশা করছি গানটি জনপ্রিয়তা পাবে।’

রোমান্টিক গানটি যাকে উৎসর্গ করবেন রাজীব
মো. মোস্তাফিজুর রহমান, মিজান মাহমুদ রাজীব ও অশোক কুমার সরকার

২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হন রাজীব। ২০১০ সালে তার গাওয়া ‘একলা মানুষ’ অ্যালবামের ‘কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে’গানটির তুমুল জনপ্রিয়তা লাভ করেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।