টিসিবির পণ্য বিক্রি শুরু; সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

0
2


ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে৷ ঢাকা মহানগরসহ সারা দেশে চলবে এ কার্যক্রম।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে ঢাকা উত্তরের ৩২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এ সময় সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সবাইকে বৈশ্বিক সংকট বিবেচনায় রাখা প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোথাও কোনো অনিয়ম হলে বা উদ্যোগ নিতে বিলম্ব হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জানান, কার্ডধারীদের কাছেই টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। প্রতিমাসে কার্ডধারীরা একবার পণ্য সংগ্রহ করতে পারবেন। ঢাকা উত্তরে ৬ লাখ এবং দক্ষিণে ৭ লাখ ফ্যামিলি কার্ডধারীর মাঝে পণ্য বিতরণ করা হবে। সারাদেশে মোট ৩ হাজার ৪০০ ডিলার এবং ঢাকায় ৩০০ ডিলার পণ্য বিক্রি করছে।

নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ কিনতে পারবে। এ দফায় নিম্ন আয়ের কার্ডধারী ভোক্তা পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।

টিসিবি আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না এবার। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন পুরোপুরি অ্যাপসের আওতায় কার্যক্রম আসলেও দক্ষিণ সিটি করপোরেশন চলছে খাতা কলমের নিয়মে।

/এমএন